
বিশেষ প্রতিনিধি
যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ও চেঙ্গুটিয়া এলাকার ইকুভমেন্ট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উড়োতলা চেঙ্গুটিয়া ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ শামীম হোসেন মিঠু এবং সঞ্চালনা করেন আইন বিষয়ক সম্পাদক মো. রিপানুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মোল্লা, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, ভিপি হারুন অর রশিদ, মো. ইমন ও সোহেল মোল্লা।
সভায় ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল ও শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।