উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোঃ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোরের এসআই(নিঃ)/ দেবব্রত ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্ৰেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত ইং১৫/০৭/২০২৫খ্রিঃ হতে ১৬/০৭/২০২৫খ্রিঃ কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার সাথে জড়িত আসামী মিন্টু গাজী(৩৬), মোঃ হাসানুর রহমান (৪০), মো বিল্লাল খাঁ (৩৮), মোঃ আবু হুরায়রা(২৫)’ দের গ্রেফতার করে।
পরবর্তীতে ধৃত আসামীদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামী মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল আসামী হাসানুর রহমানের কাছে রেখে যায়।
এরপর তরিকুল হত্যার মাষ্টারমাইন্ড এবং স্থানীয় নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি অপর আসামী বিল্লালের কাছে হস্তান্তর করে। আসামী বিল্লাল কিছু দিন আগে পিস্তলটি অত্র থানাধীন বুইকারা এলাকার মেহেদী হাসানের কাছে হস্তান্তর করে।
একপর্যায়ে পুলিশ ধৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান হৃদয়(২৮) কে গ্রেফতার করে।
আসামী মেহেদী হাসান-কে জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে তার বসতবাড়ির শয়ন কক্ষ হতে আলোচিত তরিকুল হত্যায় ব্যবহৃত একটি সচল বিদেশী পিস্তল((7.65) ও এক রাউন্ড গুলি(তাজা) উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
এই সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা-১২, রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানা--
মোঃ মিন্টু গাজী (৩৬), পিতা- মোঃ মেহাজান গাজী, মাতা- মোছাঃ নূরজাহান বেগম, সাং- সারুটিয়া, থানা- কেশবপুর, জেলা-যশোর,
মোঃ হাসানুর রহমান (৪০), পিতা-মৃত মোঃ ইজ্জত আলী দফাদার, মাতা- মোছাঃ আছিয়া খাতুন, সাং- নেহালপুর, ডাকঘর- নেহালপুর, মনিরামপুর, যশোর।
মো বিল্লাল খাঁ (৩৮), পিতা- মোঃ নেছার আলী খাঁ, মাতা- মোছাঃ রেবেকা বেগম, সাং- বুইকারা, ডাকঘর- নাওয়াপাড়া, অভয়নগর, যশোর।
মোঃ আবু হুরায়রা (২৫), পিতা- জিয়ারুল খন্দকার, মাতা- মোছা সাথী বেগম, সাং- বুইকারা, ডাকঘর- নাওয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা-যশোর,
মোঃ মেহেদী হাসান হৃদয় (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-নূর জাহান বেগম, সাং-বুইকারা (ড্রাইভার পাড়া), ডাকঘর- নাওয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা যশোর।
উদ্ধারঃ
(ক) ০১ (এক) টি 7.65 বিদেশী সচল পিস্তল,
(খ) এক রাউন্ড তাজাগুলি(পিস্তলের)।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.