
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহরার মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ২৭৫ নং স্বারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর (২০২৫) বিকেল আড়াইটার দিকে এক সেবাগ্রহীতার কাছে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ৪,০০০ টাকা দাবি করেন মোঃ রফিকুল ইসলাম। বিষয়টি সেবাগ্রহীতা তাৎক্ষণিকভাবে সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হুসাইনকে অবহিত করলে তিনি অভিযুক্তকে সতর্ক করেন। এসময় দলিলের ফি আদায় নিয়ে কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রফিকুল ইসলাম এবং এজলাস কক্ষে উপস্থিত সেবাগ্রহীতাদের সামনে উচ্চস্বরে নির্দেশমূলক ভঙ্গিতে কথা বলেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মোহরার বিভিন্ন সময় উর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করে থাকেন। যা সরকারি কর্মচারি আচরণ (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের শামিল।
এ বিষয়ে কেনো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না— তা দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।