অভনগরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ১

স্টাফ রিপোর্টার:মিঠুন দত্তঃ সোমবার ভোর ৫.৩০ মিনিটে যশোর টু খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার তালতলা বাজার নামকস্থানের পাওয়ার প্লান্টের সামনে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজান ড্রাইভার আহত হয়। মংলা হতে সিমেন্ট বোঝায় যশোর ট ১১-৪৯০১ ট্রাক এবং অপরদিকে যশোর হতে সাতক্ষীরা ট ১২-০৪৫৭ ট্রাকটি খুলনার দিকে রওনা দিয়েছিলো।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে সাতক্ষীরা ট ১২-৪৯০১ এর ড্রাইভার বাপ্পি হাসান (১৯) স্টেয়ারিং সিটে আটকে ছিলো। নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খান এহসান-উল -আলম জানান যে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আটকে পড়া আহত বাপ্পি ড্রাইভারকে উদ্ধার করতে প্রায় দুই ঘন্টা কাজ করি। উদ্ধার শেষে আহত বাপ্পি কে অভয়নগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিউজ লেখা পর্যন্ত অপর ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক ছিলো বলে জানান স্থানীয় উপস্থিত জনতা।