অন্ধ ও প্যারালাইসড ইউনুসের পাশে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)

সৈয়দ আরাফাত হোসেন, তাজ : শনিবার জোহরের নামাজ শেষে আকিজ গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয় সেখ নাসির উদ্দিন (সিআইপি) কাপাশহাটি গ্রামের মোঃ ইউনুছ আলী কে একটি হুইল চেয়ার প্রদান করেন। বিশ্বের সর্ববৃহৎ জুট মিল (উৎপাদনের দিক থেকে) আকিজ জুট মিলস্ লিমিটেড-এ কর্মরত শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নামাজের জন্য নির্ধারিত স্থান জুট মিল কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে এই মহৎ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আকিজ জুট মিলস্ লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব আব্দুল হাকিম স্যারের নেতৃত্বে কাপাশহাটি গ্রামের অন্ধ ও প্যারালাইজড মো: ইউনুছ আলীর পক্ষে তার পরিবারের হাতে একটি হুইল চেয়ার তুলে দেয়া হয় যেহেতু তিনি অসুস্থ ছিলেন। যিনি বিগত ০২ বছর যাবত প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছেন। ইউনুস আলীর ০১টি চোখও অন্ধ। মৃত্যু প্রত্যাশী ইউনুস আলীর শেষ ইচ্ছা বাইরের পরিবেশে একটু ঘুরে বেড়ানো। এমন সময় আমাদের সকলের প্রাণপ্রিয় মাননীয় চেয়ারম্যান স্যার উক্ত ব্যক্তিটির পাশে দাঁড়ালেন এবং তার চলাচলের জন্য ০১টি হুইল চেয়ার প্রদান করেন। এটি দেখে ইউনুস আলীর পরিবার ও কাপাশহাটী গ্রামের সকলে আল্লাহ্ নিকট আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের জন্য অনেক দোয়া করেন। মহৎকর্মের ফলে মানুষের মনে সারা জীবন বেঁচে থাকা যায়। তারই উজ্জ্বল দৃষ্টান্ত এটি। এমন মহৎ ব্যক্তিকে হাজারো সালাম। আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সবশেষে বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সবকিছু হয়। তিনি আরো বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ ধরনের মহৎ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।