প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:০৪ পি.এম
অনৈতিক সম্পর্কের জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার
![]()
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
আলমডাঙ্গা উপজেলায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জরুরী বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন। বহিষ্কৃত শিক্ষকরা হলেন, উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলাইমান হক ও পৌর এলাকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাফিউন নেছা।
অভিযোগ থেকে জানা যায়, দুই শিক্ষক কিছুদিন ধরে সম্পর্কের জেরে পরিবারকে ফাঁকি দিয়ে গোপনে মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ করে আসছিলেন। শিক্ষক নাফিউন নেছার স্বামী হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিষয়টি জেনে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। এই ঘটনার জেরে তিন শিক্ষকের পরিবারের মধ্যেই ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্বামী মনিরুজ্জামানের পক্ষের লোকজন সোলাইমান হকের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চড়াও হন। এতে উত্তেজনার সৃষ্টি হয়।
শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানউদ্দৌলা মিলন বলেন, স্কুল চলাকালীন চার মোটরসাইকেলে আটজন যুবক স্কুলে এসে সোলাইমানকে খুঁজতে থাকে। তারা স্ত্রী সন্তান থাকা সোলাইমানের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের ঘটনা তুলে হট্টগোলের চেষ্টা করেন। এসময় প্রধান শিক্ষক উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে উদ্ভুত ঘটনা অবহিত করেন। পুলিশকেও জানান। পরে শিক্ষা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। ঘটনা এখানেই শেষ হয়নি। সহকারী শিক্ষক নাফিউন নেছার স্বামী মনিরুজ্জামান উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কাছেও পারিবারিক অশান্তির অভিযোগ দেন। শেষ পর্যন্ত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহকারী শিক্ষক নাজিউন নেছা ও সোলাইমান হকের সমিতির সদস্য পদ সাময়িক স্থগিত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.