বিশেষ প্রতিনিধি
যশোরের ঝুমঝুমপুরস্থ বিসিকের আলভি ফুড নামে একটি বিস্কুট কারখানায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা করে তা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সদস্যরা । অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এই অর্থ দণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিসিকের আলভি ফুড প্রডাক্টস নামে ওই প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্স নেই। তাছাড়া প্রাণ কোম্পানির প্যাটার্ন অনুকরণ করে তৈরিকৃত মোড়কে ৭ শ্রেণির বিস্কুট বাজারজাত করা হচ্ছিলো। এ কারণে মালিক আরিফ অনুপস্থিত থাকায় ম্যানেজার তুষারকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.