অনার্স-মাস্টার্স শিক্ষক জাতীয়করণ দাবিতে বাংলাদেশ নিগৃহীত পরিষদ খুলনা জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভ্রাম্যমান প্রতিনিধি:
১৯৯৩সাল থেকে বেসরঃঅনার্স-মাস্টার্স কলেজে এইচ এস সি ও ডিগ্রি শিক্ষকবৃন্দ mpoভুক্ত সুবিধা পেলেও দীর্ঘ ২৮বৎসর যাবত স্নাতক( সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির পাঠদান রত শিক্ষকবৃন্দ শুধুমাত্র জনবলে অন্তর্ভুক্ত না থাকার কারনে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।
যে কারনে আজ বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলায়ও প্রায় ৪হাজার শিক্ষকের MPO/বাকি সকল অনার্স কলেজ জাতীয়করন দাবিতে এক মানববন্ধন ও জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উক্ত মানববন্ধনে এ সমস্যা সমাধান মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয় এবং অতি সম্প্রতি কিছু মতলববাজ শিক্ষক /সংগঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের ভাবমূর্তি ক্ষুন্নের যে অপচেষ্টা সে বিষয়টির সাথে অমানিশিপের কোন প্রকার সম্পৃততা নেই বলেও জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রভাষক ধীমান ঢালী সহ বক্তৃতা করেন মোঃঢালী আব্দুল মান্নান, মোঃজামিলুর রহমান,মিলন গোলদার,মোঃশফিকুল ইসলাম,বিশ্বজিৎ কুমার,চিরঞ্জীব আকাশ, মোঃআলমগীর হোসেন,সজীব বাছাড় ও ইমদাদুল হক প্রমুখ
Attachments area
|
|
|