Type to search

অধ্যাপক ডাঃ নিকুঞ্জবিহারীর নির্বাচনী গণ সংযোগ-মতবিনিময় ও ফ্রি মেডিকেলক্যাম্প

অভয়নগর

অধ্যাপক ডাঃ নিকুঞ্জবিহারীর নির্বাচনী গণ সংযোগ-মতবিনিময় ও ফ্রি মেডিকেলক্যাম্প

ভ্রাম্যমান প্রতিনিধি:
অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রগতির মহাসড়কে বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরকার এই শ্লোগানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আদ্-দ্বীনসখিনা মেডিকেল কলেজ যশোরের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান(গাইনিঅ্যান্ডঅবস্) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল যশোরের একজন দেশবরেণ্য প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডাঃ নিকুঞ্জবিহারী গোলদার। তিনি গতকাল ১১ ঘটিকায় অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্রি মেডিকেলক্যাম্প শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তিনি সুন্দলীই উনিয়নের বিভিন্ন এলাকার বাজারঘাট মোড়ের চায়ের দোকানে নির্বাচনী গণ সংযোগ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন। গণ সংযোগ কালে তার সাথে ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুন্দলী ইউনিয়ন আ’লীগ সিনিয়র সভাপতি বিকাশ রায় কপিল, আ’লীগ নেতা চৈতন্য কুমার মন্ডল, সুন্দলী ইউনিয়ন ওয়ার্ড আ’লীগ সভাপতি নির্মল কান্তি মন্ডল, পবিত্র বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক পরিমল বিশ্বাস, কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক অলোক দাস, মুক্তিযোদ্ধা ভগীরথ মজুমদার, সুন্দলী ইউনিয়ন যুুবলীগ সভাপতি ইউপি সদস্য আজিজুল হক, সুন্দলীএস.টি স্কুল এ্যান্ড কলেজ সাবেক অধ্যাপক দেবব্রত মন্ডল, ইউপি সদস্য সুর্বণা বিশ্বাস, অঞ্জনা মন্ডল, নিপুন মন্ডল, গণেশ বাইন, বিল্পব মজুমদার, শিপন বিশ্বাস সহ আ’লীগ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। অধ্যাপক, ডাঃ নিকুঞ্জবিহারী গোলদার পেশায় একজন ডাক্তার হলেও দেশ ও জাতির সেবায় নিবেদিত প্রাণ। তিনি গণসংযোগ কালে বলেন আমি এই পেশা বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তার হাত কে শক্তিশালী করতে যশোর-৪ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী।