Type to search

৯দফা দাবিতে নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয়

৯দফা দাবিতে নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

নাটোর জেলা প্রতিনিধিঃ ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠন, করোনা মহামারিতে আদিবাসীদের প্রণোদনা প্রদানসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রবিবার সকাল ১১টার দিকে সংগঠনটির নাটোর জেলা কমিটির আয়োজনে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারে নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারন সম্পাদক যাদু কুমার দাস, শ্যামলাল তেলী, বিমল লোহার, সত্যেন বাগদী, বাবুল পাহান সহ অন্যান্য আদিবাসী নের্তৃবৃন্দ।
Tags: