৫ টাকা ভাড়ার জন্য প্রাণ গেল অটোরিকশাচালকের

নিহত আলিম গাজীপুরের কাশেমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকার জয়নালের ছেলে। তিনি ব্যাটারিচালিত একটি অটোরিকশা চালাতেন।
আটক ফজলুল হক শেরপুর জেলার বাসিন্দা। সে কাশিমপুর থানার শুড়াবাড়ি রাইসমিল এলাকায় জমি কিনে বাড়ি করেছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে নরশিংহপুর-কাশিমপুর সড়কের শুরাবাড়ি রাইমিল এলাকা থেকে আলিমের অটোরিকশায় একাই উঠে ফজুলল। পরে ইউসুফ মার্কেট এলাকায় অটোরিকশা থেকে নেমে পাঁচ টাকা ভাড়া দিতে চাইলে আব্দুল আলিম নিতে অস্বীকার করেন। এসময় তাদের ভেতর বাকবিতণ্ডার এক পর্যায়ে ফজলুল অটোরিকশার উপরের ছাঁদ ধরে লাথি মারেন। এতে আটোরিকশায় চাপা পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আলিম। পরে স্থানীয়রা ফজলুলকে ধরে পুলিশকে জানালে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন বলেন, আশুলিয়া থানা পুলিশ এসে আসামিসহ মরদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব শিকদার বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম