২৮ তম জাতীয় জুনিয়র বালক/বালিকা কুস্তি প্রতিযোগিতা ২০২৪ এ স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেছেন যশোরের খুদে কুস্তিগীরেরা।
প্রেস বিজ্ঞপ্তি
২৮ তম জাতীয় জুনিয়র বালক/বালিকা কুস্তি প্রতিযোগিতা ২০২৪ এ
স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেছেন যশোরের খুদে কুস্তিগীরেরা।
গত ২৭/৫/২০২৪- ৩০/৫/২০২৪ তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতায় ওস্তাদ
সৈয়দ আলী আনোয়ারের সহযোগিতায় যশোরের ৬ জন ছেলে এবং ৩ জন মেয়ে
অংশগ্রহণ করেন।
এর ভেতরে সকলে ওজন ভিক্তিক ভাবে ৪/৫ টা করে ফাইট করে এবং শেষ অবধি পদক
জয়ে সক্ষম হন।
যশোরের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করেন মেহেদী হাসান। মেহেদী হাসান
(৪৫) কেজিতে গোল্ড ফাইট করেন নড়াইল এর বিপক্ষে এবং নক আউটে সে পদক
জয় করেন এবং একই সাথে রাইহান (৬৫ ) কেজিতে র ৪ টা ফাইট করে
রাজশাহীর বিপক্ষে রৌপ্য পদক,সাব্বির হোসাইন (৫১) কেজিতে ৪ টা ফাইট
করে খুলনার বিপক্ষে তাম্র পদক অর্জন করেন।
পরবর্তীতে বালিকা বিভাগ থেকে ৪ টা ফাইট করে নড়াইলের বিপক্ষে রৌপ্য
পদক অর্জন করেন এবং পদক ভিক্তিক ভাবে ৩য় স্থান অর্জন করেন।
এই প্রতিযোগিতার পর প্রতিটা খেলোয়াড়ের অভিঙ্গতা থেকে তারা জানান
অনেকেই জুডো বিভাগ থেকে শখের বসে এই খেলায় অংশগ্রহণ করেন তবে
প্রতিযোগিতার জন্য ছিলনা কোন অনুশীলন কোন ধারণা তবে তারা ভালো
করেছে এবং পরবর্তীকালে অনুশীলন করলে আরো ভালো অর্জন করতে পারবে
এটাই কাম্য।
তবে স্বর্ণ জয়ী মেহেদী হাসানের এই স্বর্ণ জেতার পথ এতটা সহজ ছিলনা
সে বাঘারপাড়া উপজেলায় নিয়মিত মাটিতে অনুশীলন করতে থাকে তবে
পরবর্তীতে সে ভালো একটি অনুশীলনের স্থান পেলে শুধু সে নয় তার মতো
মেহেদী হাসান আরও ১০ জন হয়ে উঠবে এটাই আশা করেন।
বালিকা বিভাগ থেকে পদক জয়ের ক্ষেএেও ছিল নানান ধরনের সমস্যা তবে সকল
সমস্যা কে পিছে ফেলে সে জানান তার মতো যদি আরও অনেক মেয়ে
এগিয়ে আসে তাহলে তাদের পথচলাটা একটু সহজ হয়ে উঠবে। সকল
খেলোয়াড়রা তাদের ওস্তাদ সৈয়দ আলী আনোয়ারারের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।