Type to search

২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে অভিযোগ বেশি পেয়েছে দুদক

অপরাধ জাতীয়

২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে অভিযোগ বেশি পেয়েছে দুদক

অপরাজেয় বাংলা ডেক্স : ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে দুর্নীতির অভিযোগ বেশি পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বেড়েছে দুর্নীতির মামলা ও চার্জশিটের পরিমাণও।  

সোমবার প্রকাশিত দুদকের বার্ষিক প্রতিবেদন-২০১৯ এ এসব তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে দুদকে মোট অভিযোগ আসে ২১,৩৭১টি। অনুসন্ধানের জন্য নেয়া হয় ১ হাজার ৭১০টি, একই বছরে মোট মামলা ২৬৩টি, চার্জশিট ২৬৭টি এবং সাজার হার ৬৩ শতাংশ।

রবিবার রাতে প্রতিবেদনটি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে পেশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি টিম। সূত্র, DBC বাংলা