Type to search

১৫ আগস্টের পর দেশে হত্যাকাণ্ড ও রক্তপাত শুরু: প্রধানমন্ত্রী

জাতীয়

১৫ আগস্টের পর দেশে হত্যাকাণ্ড ও রক্তপাত শুরু: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ  ১৫ আগস্টের পর থেকেই দেশে হত্যাকাণ্ড ও রক্তপাত শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করাই ছিলো বঙ্গবন্ধুর খুনীদের মূল উদ্দেশ্য। সেই সময়ের কিছু আওয়ামী লীগ নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রোববার এই আলোচনা সভা। আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ এর ১৫ই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতেই সেদিন পরাজিত শক্তি ১৫ আগষ্ট এর মতো ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছিলো। বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার উদ্দেশ্যও ছিলো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ণ করা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমেও স্বাধীনতার চেতনা ধুলিসাৎ করতে চেয়েছিলো বিএনপি-জামায়াত।

মুজিব বর্ষে দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

Tags: