সকাল ৬টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। বিউগালে বাজানো হয় করুন সুর।
এ সময় বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি। মোনাজাতে দেশ ও জাতির উন্নতিও কামনা করা হয় ।
পরে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তাঁর মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ই আগস্টের অন্য নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।সূত্র,ডিবিসি নিউজ