Type to search

১৪ মনের নড়াইলের টাইগারের দাম সাড়ে ৫ লক্ষ!

জাতীয়

১৪ মনের নড়াইলের টাইগারের দাম সাড়ে ৫ লক্ষ!

 

নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের মোঃ মাসুদ মোল্লা ১৪ মনের নড়াইলের টাইগার এবারের ঈদুল আযহায় বিক্রির জন্য প্রস্তুত করেছেন। মাসুদ মোল্লা গোবরা বাজারের নড়াইলের ঐতিহাসিক ওহাব মোল্লার (ময়রার) ছেলে। মাসুদ মোল্লা জানান,দুই দাতের আমেরিকান ব্রাহামা জাতের গরুকে প্রাকৃতিক খাবারে ৩ বছর ধরে বড় করেছেন উন্মুক্ত খোলা জায়গায়।নিজের তৈরি দানাদার খাবার খাইয়েছেন। তিনি আরো জানান এছাড়াও আরো দুইটি শাহীওয়ালা জাতের ২ দাতের গরু প্রস্তুত করেছেন। নড়াইলের কালা মানিকের দাম ৪ লক্ষ টাকা। তবে আলোচনার মাধ্যমে দাম কম বেশি হবে বলে জানান তিনি। যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার ০১৯১৬৬১৪৬৪৬।