Type to search

হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি  বিল্লাল গ্রেপ্তার 

নড়াইল

হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি  বিল্লাল গ্রেপ্তার 

নড়াইল প্রতিনিধি
নড়াইলে  হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লালকে গ্রেফতার করেছে পুলিশ।
গতরাত ০২:৩০  সময় গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার অন্তর্গত কুনিয়া তারগাছা এলাকা থেকে ০৪টি গ্রেফতারী পরোয়ানার ছিনতাই করা আসামিকে গ্রেফতার করা হয়।
বিকাল সাড়ে তিনটায়  সদর থানার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিদুল ইসলাম প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন  ডিবির ওসি শাহ দারা খান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম জানান, পুলিশ সুপার নড়াইল মহোদয়ের সার্বিক তত্ত্ববধানে ও দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর থানা ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা দ্বয়ের নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইউনিট পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ০৬/১২/২০২৪ খ্রিঃ রাত্র  সিআর সাজা-১১৫/১৮, এসসি- ২৯৭/১৫, অর্থজারী-০৪/১৪ ও অর্থজারি-০৩/০৯ এবং নড়াইল সদর থানার মামলা নং-১৭, তারিখ- ১৮/০৯/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পিসি ও নড়াইল সদর থানার মামলা নং-২০০ তারিখ- ২৪/১১/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/২২৪/২২৫/৩৩২/৩৫৩ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহার নামীয় পলাতক আসামী  বিল্লাল শেখকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ২৪ শে নভেম্বর নড়াইল সদরের গোবরা এলাকা থেকে বিল্লাল শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নিউটনের ও আসামির স্বজনদের বিরুদ্ধে।
বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
গোবরা এলাকার সন্ত্রাসী নিউটনের লোক।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে।
২৪ নভেম্বর শনিবার বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ। আসামিকে থানায় নেয়ার পথে নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল। এসময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।
একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে পলাতক আসামি বিল্লালের বিরুদ্ধে। ###