Type to search

স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা

স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ—২০২৪ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সরকার ডিজিটাল দেশ থেকে এখন স্মার্ট দেশের দিকে অগ্রসর হতে যাচ্ছে। সেই সাথে স্মার্ট ভূমি কর্যক্রমে আমাদের সেবা সাধারণ মানুষের জন্য হাতের মুঠোয় চলে যাবে এবং বাড়িতে বসেই সরকারি সেবা নিতে পারবেন। সহকারী কমিশনার (ভূমি) কে, এম, মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, ইউনিয়ন ভূমি অফিসার (নায়েব) আবুল খায়ের, খালেদ সাইফুল আজম, নিসার উদ্দিন আল আজাদ, জাকির হোসেন, মনিরা জেসমিন, সালমা খাতুন, বিত্তম কুমার, আক্তারুজ্জামান সবুজ, আইয়ুব হোসেন, পারভিন নাহার, উপজেলা ভূমি অফিসের পেশকার তৌফিকুল ইসলাম, নাজির (ভারপ্রাপ্ত) শিশির কুমার দাস, মিউটেশন সহকারী নাজমুল হুসাইন, প্রধান সহকারী শাহানারা পারভিন, সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার, স্কুলের শিক্ষার্থী সহ আরও অনেকে।