বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
তারা বলেন, করোনার কারণে দীর্ঘ দিন ক্যাম্পাস বন্ধ থাকায় সেশন জটে পড়েছেন তারা। অনলাইনে ক্লাস নেয়ার কথা থাকলেও সেটিও নেয়া হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে স্থবির হয়ে পড়বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যাবস্থা। দ্রুত ক্যাম্পাস খুলে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস চালু করার জোর দাবি জানান তারা।
সূত্র: DBC News