সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর- এই ভাষাতে বিজ্ঞাপন দিয়ে নিজের নতুন ব্যবসার জানান দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশি সুপারস্টার এবার নেমেছেন সোনার ব্যবসায়।
পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বসেরা অলরাউন্ডার জানান, বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী তাই তিনি এই হালাল পথ বেছে নিয়েছেন।
বিজ্ঞাপনে লিখেছেন, “সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।”
সাকিব তার প্রতিষ্ঠান থেকে খাটি সোনা কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। ঢাকা ও রংপুর অফিসের ঠিকানা দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। নিউজিল্যান্ড সিরিজে খেলতে মঙ্গলবারই দেশে ফেরার কথা তার।
সূত্র,ডিবিসি নিউজ