সুন্দলী ইউপি নির্বাচনে ৭,৮ও ৯ নং ওয়ার্ডে মাইক মার্কার গণ সংযোগ

ভ্রাম্যমান প্রতিনিধি: আসছে ২৬শে ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচন।
নির্বাচনকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে প্রার্থী গণ। তারই ধারাবাহিকতায় ভোটারদের সাথে নিয়ে গণ সংযোগ করছে মিনতী বিশ্বাস তার মাইক প্রতিক নিয়ে। ভোটার দের সঙ্গে নিয়ে তার নির্বাচনী এলাকা ৭,৮,৯ নং ওয়ার্ডে ভোট প্রার্থণা করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্বেশ্যে বলেন, বিগত ৫ বছর আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি ও থাকবো।
আমাকে পুনরায় নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ ও অসম্পন্ন কাজ শেষ করার সুযোগ করে দিন।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের
সুকেশ মন্ডল,শ্যামল মন্ডল, নীলরতন বিশ্বাস,অরুন মন্ডল,অমিত মন্ডল,বিরিনচী মন্ডল,অরপিতা মন্ডল,অলকা মন্ডল,স্বপ্না মন্ডল সহ অনেকেই।