Type to search

সুন্দলীতে গীতা প্রশিক্ষণ ক্লাস এর শুভ উদ্ভোধন

অভয়নগর

সুন্দলীতে গীতা প্রশিক্ষণ ক্লাস এর শুভ উদ্ভোধন

নওয়াপাড়া প্রতিনিধিঃ
অভয়নগর সুন্দলীতে মায়জী ফিউন্ডেশনের এর  উদ্যোগে গীতা প্রশিক্ষণ ক্লাস এর শুভ উদ্ভোধন হয়েছে।
সকাল ১০ ঘটিকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার মন্ডল চেয়ারম্যান মায়জী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সাবেক মহা পরিচালক ডাক বিভাগ।
আরো উপস্থিত ছিলেন
বিকাশ চন্দ্র বিশ্বাস  সভাপতি হিন্দু কল্যাণ সহ্তি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধাক্ষ কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক প্রশান্ত সরকার,  অবঃ অধ্যাপক মৃণাল কান্তি বিশ্বাস, সমাজ সেবক দীনেশ বিশ্বাস সমর কান্তি বিশ্বাস ও সুন্দলী সার্বজনীন দূর্গা মন্দারের সভাপতা শিব প্রসাদ বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক সমীর সরকার।
এ সময়ে শত শত শিশু ও নারীরা উক্ত ক্লাসে উপস্থিত ছিলেন।
 আয়োজকরা জানান হিন্দু ধর্মলম্বীদের মাঝে ধর্মীয় শিক্ষার বিস্তার ঘটাতে আমাদের এ গীতা ক্লাসের উদ্ভোদন করা হয়েছে।