Type to search

সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের কবর জিয়ারতে চৌগাছা বিএনপির নেতৃবৃন্দ

অন্যান্য

সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের কবর জিয়ারতে চৌগাছা বিএনপির নেতৃবৃন্দ

সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের কবর জিয়ারতে চৌগাছা বিএনপির নেতৃবৃন্দ
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগমের কবর জিয়ারত করেছেন চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (২৭ অক্টোবর) সকালে সিংহঝুলীর গরীবপুর গ্রামে এ কবর জিয়ারত করেন তাঁরা।

এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুস আলী দফাদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, যুবদল নেতা এম ইলিয়াস আলী, ইউনিয়ন বিএনপির ফারুক হোসেন, লিটন আহমেদ, শিমুল রহমান, শরিফুল ইসলাম, টিটো হোসেন, আব্দুল মান্নান, কামাল হোসেন, মারুফ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রত্নগর্ভা মা তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তিনি নির্বাচিত (সংরক্ষিত মহিলা) সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তহুরা বেগম দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়েবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে ভুগছিলেন। এ সময় মেডিকেল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে তিনি চিকিৎসা গ্রহণ করেন। বুধবার দিবাগত রাত ২টায় তার বড় সন্তান সাইদুর মুরসালিনের ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার বাসভবনে তিনি ইন্তেকাল করেন।