সাংবাদকি নর্যিাতনকারী আরডসিি নাজমি উদ্দীনরে বনোমে দু’কোটি টাকার বাড়ি
জ,ি এম ফারুক আলম, মনরিামপুর (যশোর)
সাংবাদকি আরফিুল ইসলাম রগ্যিানকে নর্যিাতনকারি আরডসিি (সনিয়ির সহকারি কমশিনার-রাজস্ব) নাজমি উদ্দীনরে বরিুদ্ধে স্ত্রী ও শ্বশুররে নামে কোটি টাকার জমি কনোসহ কয়কে কোটি টাকার বাড়ি নর্মিাণরে অভযিোগ পাওয়া গছে।ে স্ত্রী সাবরনিা সুলতানার নামে যশোররে মনরিামপুর পৌরশহরে ৮ শতাংশ জমরি উপর ৫তলা বশিষ্ঠি বশিাল অট্রালকিা নর্মিাণাধীন রয়ছে।ে ইতোমধ্যে যার চার তলার কাজ সম্পন্ন হয়ছে।ে
নাজমি উদ্দীন মনরিামপুর উপজলোর খানপুর ইউনয়িনরে মৃত. নছিার আলীর ছলে।ে পতিার ববৈাহকি সূত্র ধরে উপজলোর কাশপিুর গ্রামে শ্বশুর বাড়তিে ঘর জামাই থাকতনে নছিার আলী। দরদ্রি পরবিাররে সন্তান নাজমি উদ্দীন মধোবী হওয়ায় লখোপড়ায় স্থানীয়রা সহযোগতিা করছেনে। তার বাবা দনিমজুর ছলিনে। তার বাবা জামায়াতরে সর্মথক ছলিনে। প্রথমে নছিার আলী টালি ভাটার শ্রমকিরে কাজ করতনে। কন্তিু নানা পরবিার আওয়ামী লীগ সর্মথক হওয়ায় নাজমি উদ্দীনরে উপররে উঠার সঁিড়ি পতেে অসুবধিা হয়ন।ি সরজেমনি কাশপিুর গ্রামে গলেে এসব তথ্য উঠে আস।ে
নাজমি উদ্দীনরে বরিুদ্ধে কক্সবাজার, বাগরেহাট ও মাগুরার মহাম্মদপুরে সহকারি কমশিনার (ভূম)ি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অনয়িমরে অভযিোগসহ এক বৃদ্ধকে টনেে হচিড়ে মারতে মারতে নয়োর ভডিওি ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজকি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ছে।ে মূলতঃ এ্যাসল্যিান্ড থাকাকালীন তনিি ব্যাপক অনয়িম ও র্দুনীতি করে বপিুল অংকরে র্অথ কামান বলে অভযিোগ।
অনুসন্ধানে জানাযায়, মনরিামপুর পৌর এলাকার গাংড়া মৌজায় তার শ্বশুর প্রাথমকি বদ্যিালয়রে শক্ষিক (অবঃ) আব্দুর রাজ্জাকরে নামে ৪৬ লাখ টাকায় ১৪.৬৯ শতক জমি কনো হয়। কন্তিু জমরি সলোমি তোলা হয় ৩০ লাখ টাকা। জমরি দত্তা (সাবকে মালকি) আকবর আলী জানান, স্থানীয় মোসলমে উদ্দীনরে মধ্যস্থায় ৪৬ লাখ টাকায় তনিি ওই জমি বক্রিি করনে। যা আব্দুর রাজ্জাকরে জামাই ম্যাজস্ট্রিটে নাজমি উদ্দীন কনিছেনে। কন্তিু দললি করা হয় নাজমি উদ্দীনরে শ্বশুর আব্দুর রাজ্জাকরে নাম।ে
মনরিামপুর মৌজায় ৮ শতক জমি ১৩ লাখ কনো হয়। যা নাজমি উদ্দীনরে স্ত্রী সাবরনিা সুলতানার নামে রজেস্ট্রিি হলওে সখোনে স্বামীর নাম বাদ দয়িে বাবা আব্দুর রাজ্জাকরে নাম দয়ো হয়ছে।ে এই জমরি উপর নর্মিাণ করা হচ্ছে ৫তলা বশিষ্ঠি বশিাল অট্টালকিা। ইতো মধ্যে যার ৪তলার কাজ সম্পন্ন হয়ছে।ে
এসব বষিয়ে নাজমি উদ্দীন দাবি করনে, তার শ্বশুর পনেশনরে টাকা দয়িে গাংড়া মৌজায় জমি কনিছেনে। আর শ্বশুররে কনিে দয়ো স্ত্রীর সাবরনিা সুলতানার নামে ৮ শতক জমরি উপর ভবনটি প্রবাসি শ্যালকিা নর্মিাণ করছনে। আসলে তার কছিুই নইে বলে তনিি দাবি করনে।