Type to search

সর্বোচ্চ শনাক্তের সঙ্গে আরও ৬৩ জনের মৃত্যু

জাতীয় বাংলাদেশ

সর্বোচ্চ শনাক্তের সঙ্গে আরও ৬৩ জনের মৃত্যু

অপরাজেয়বাংলাডেক্স  :  মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন এবং শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন।

করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে এবং দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে। গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৬৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার অনুপাতে শনাক্ত ২২ দশমিক দুই শতাংশ।

আজ বুধবার (৭ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার(৬ এপ্রিল) মহামারি করোনাভাইরাসে দেশে মারা যায় আরও ৬৬ জন এবং করোনা শনাক্ত হয় ৭ হাজার ২১৩ জন।

এদিকে ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৮৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৯ হাজার ৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ২৩৩ জন।

এদিকে দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।সূত্র, DBC বাংলা