সরকারি সংগ্রহে মানহীন চাল দিলে শাস্তি: খাদ্যমন্ত্রী

তিনি বলেন, এরই মধ্যে ওএমএস (ওপেন মার্কেট সেল) দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হবে। দেশে খাদ্য সংকট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এ বছর রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ করা হয়েছে। খাদ্য মজুদে জায়গারও কোনো অভাব হবে না।
পরিদর্শনকালে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবীর, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজাসহ খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম