Type to search

সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪১

আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪১

অপরাজেয় বাংলা ডেক্স

 

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪১ বিক্ষোভকারী আহত।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পার্লামেন্টের বাইরে বিক্ষোভে যোগ দেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।  এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে স্মোক বোম্ব এবং ব্যাগ ভর্তি রঙ ছোড়ে। পরে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।

এদিকে, পুলিশের বিরুদ্ধে রাবার বুলেট ছোড়ার অভিযোগও করেছে বিক্ষোভকারীরা। এছাড়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে রাজতন্ত্রের সমর্থকরাও। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারী এবং রাজতন্ত্রের সমর্থকদের মধ্যেও সংঘর্ষ হয়।

মঙ্গলবার বিক্ষোভকারীদের দাবির মুখে পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করেন আইনপ্রণেতারা। গেল জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনে রাজতন্ত্রের সংস্কার এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র পদত্যাগের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সূত্র, DBC বাংলা