Type to search

সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

জাতীয়

সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

মির্জা মাহামুদ, নড়াইল জেলা প্রতিনিধিঃ সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে আদালতে সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টব্যাপি মানববন্ধনে জেলার সংবাদ কর্মীরা ছাড়াও আইনজীবী, কবি, সমাজ কর্মীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন,এড,নজরুল ইসলাম,নড়ইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সময় টিভিন সাংবাদিক খায়রুল আরেফিন রানা, জিটিভি’র সাংবাদিক মির্জা মাহামুদ হোসেন রন্টু এনটিভির এম মনির চৌধুরী,সিনিয়ার সাংবাদিক সাথী তালুকদার,এশিয়ান টিভির সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু,বিজয় টিভির জিয়াউর রহমান জামি,সিনিয়র সাংবাদিক সৈয়দ খায়রুল আলম,কবি আবু বক্করসহ অনেকে । মানববন্ধনে বক্তারা বলেন, রুবেল সহ সকল সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দাসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। গেল শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুবৃত্তরা সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। সে সময় পথচারিরা এগিয়ে আসায় তিনি প্রানে রক্ষা পান।

Tags: