Type to search

সমন্বয়ক নাহিদকে ডাক, টেলিযোগাযোগ ও আসিফকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব

জাতীয়

সমন্বয়ক নাহিদকে ডাক, টেলিযোগাযোগ ও আসিফকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

আজ (শুক্রবার, ৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

গত জুলাই থেকে শুরু হওয়া দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মধ্য থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্দোলনের শুরু থেকেই ছিলেন প্রথম সারিতে।

এই আন্দোলন করতে গিয়ে কম দুর্ভোগ পোহাতে হয়নি এসব শিক্ষার্থী প্রতিনিধি বা সমন্বয়কদের। তবে তার ফল পেলেন এবার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পেয়েছেন জায়গা। আর আজ দেয়া হলো মন্ত্রণালয়ের দায়িত্ব।

মো. নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তাঁর।তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি।

আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব।