সনাতনীদের প্রতিবাদে উত্তাল বরিশাল
![](https://aparajeyobangla.com/wp-content/uploads/2024/08/454754670_360749163754429_7331855343092374335_n-720x394.jpg)
মা বোন স্ত্রী সন্তান পরিবারসহ আজ রাস্তায় নেমে এসেছে সনাতনী সম্প্রদায়ের মানুষ! আজ প্রতিটি সনাতনী সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত! প্রত্যেকের একটি ভাবনা এ দেশে থাকতে পারবো তো!
৭১ সালের পর আজ পর্যন্ত এভাবে সনাতনী সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেনি! এখন অস্তিত্ব সংকটে পড়ে একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে!