Type to search

শিক্ষক দিবস উপলক্ষে নড়াইলের গুণী শিক্ষক সম্মাননা  

অন্যান্য

শিক্ষক দিবস উপলক্ষে নড়াইলের গুণী শিক্ষক সম্মাননা  

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে “দি নড়াইল এডুকেশন  সোসাইটি’নড়াইলের উদ্যোগ গুণী শিক্ষক সম্মাননা
নড়াইল প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দি নড়াইল এডুকেশন সোসাইটি নড়াইলের উদ্যোগে  গুণী শিক্ষক সম্মাননা   প্রদান করা হয়েছে।
৫ অক্টোবর শনিবার বেলা ১২ টায়   দি নড়াইল এডুকেশন  সোসাইটি নড়াইলের  আয়োজন  জেলা পরিষদের হলরুমে গুণী শিক্ষক সম্মাননা  অনুষ্ঠানে দ্য নড়াইল এডুকেশন সোসাইটি’র সভাপতি ও জুড়ালিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া সরকারি কমার্শিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার  এ কে এম আলী মহসিন। উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দ্য নড়াইল এডুকেশন সোসাইটির উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান। প্রতিবছর গুণী শিক্ষক সমমনা প্রদান করার জন্য সকলের সহযোগিতা চান।
সবশেষে  নড়াইল জেলার ১৪ জন গুনি  শিক্ষকদের রজনীগন্ধা ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।