শার্শায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেক্স রিপোর্ট: যশোরের শার্শায় ১০১ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন পানবুড়ী এলাকায় সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে নাজিমুর রহমান (তুষার) (৪০), পিতা- মৃত ফজলার রহমান, ও হাবিবুর রহমান (সুমন) (৪২), পিতা-মোঃ নজরুল ইসলাম উভয় সাং-বেজপাড়া, থানা- কোতয়ালী, জেলা-যশোরদের’কে ১০১ (একশত এক) বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে। এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় মামলা রজু হয়েছে।