Type to search

লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে বিক্ষোভ মিছিল

অন্যান্য

লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে বিক্ষোভ মিছিল

মির্জা মাহমুদ রন্টু, নড়াইল প্রতিনিধি: উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে একদল দূর্বৃত্ত। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ দিকে রেজোয়ান হত্যার প্রতিবাদ ও খুনীদের আটকের দাবীতে শনিবার দুপুরে দিঘলিয়া বাজারে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে স্থানীয় ছাত্রলীগ। জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সোহেল খানসহ ৭/৮ জনের একদল দূর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। রাত ৯ টায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভাষ শর্মা তাকে মৃত ঘোষনা করেন। শনিবার নড়াইল সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন করে বিকাল সাড়ে ৪টায় দিঘলিয়া হাইস্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রেজোয়ান হত্যার প্রতিবাদ ও খুনীদের আটকের দাবীতে দিঘলিয়া বাজারে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে স্থানীয় ছাত্রলীগ। মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আব্দুর রহিম সুজন, ছাত্রলীগ নেতা তাজমুল ইসলাম, দিদার তানভীর, হোসেন শেখ, শেখ শাহিন, কাজী অহিদুজ্জামান, পলাশ মাহমুদ, জি এম মারুফ, অখিুনুর রহমান ও শেখ সোয়াইব প্রমুখ। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Tags:

You Might also Like