আজ মঙ্গলবার (১ জুন) দুপুরে, ওয়াসার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় মোঃ আবদুল্লাহ জানান, লবণমুক্ত পানি সরবরাহের জন্য ২ বছর সময় লাগবে। শুষ্ক মৌসুমের আগে পানি সংরক্ষণ করে রাখার জন্য আরও রিজার্ভার তৈরির চিন্তা-ভাবনা করা হচ্ছে।
ওয়াসার এমডি আরো বলেন, বর্তমানে মধুমতি নদী থেকে পানি এনে পরিশোধনের পর নগরীতে সরবরাহ করা হচ্ছে। খুলনায় নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং অভিজ্ঞতা ও পর্যালোচনার মাধ্যমে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।
সংবাদ সম্মেলনে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।সূত্র,ডিবিসি নিউজ