Type to search

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সফল অস্ত্রোপচার

জাতীয়

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সফল অস্ত্রোপচার

 

অপরাজেয় বাংলা ডেক্স-সরকারি সফরে যুক্তরাজ্যে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে লন্ডনের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। লন্ডনের স্থানীয় সময় গতকাল সোমবার এ অস্ত্রোপচার করা হয়।

লন্ডন থেকে ফোনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্রিটেনের রাজধানীর এক হাসপাতালে সোমবার বিকেলের দিকে প্রধানমন্ত্রীর বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়।’ অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রী ভালো আছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯ জুলাই লন্ডনে পৌঁছানোর পর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ফাইল (ই-ফাইল) নিষ্পত্তি করেছেন।’

প্রধানমন্ত্রী বাংলাদেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলেও জানান ইহসানুল করিম।

প্রসঙ্গত, বাংলাদেশি দূতদের সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা ১৯ জুলাই লন্ডন যান। আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।