Type to search

লকডাউনের প্রতিবাদে শৈলকুপায় সড়ক অবরোধ, বিক্ষোভ

জেলার সংবাদ

লকডাউনের প্রতিবাদে শৈলকুপায় সড়ক অবরোধ, বিক্ষোভ

অপরাজেয় বাংলা ডেক্স :   লকডাউনের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা।

ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা।

শৈলকুপা বাজারের চোরাস্তা মোড়ে শত শত ব্যবসায়ী বেঞ্চ দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা লকডাউন মানিনা মানব না বলে শ্লোগান দিতে থাকে। ব্যবসায়ীদের টানা ২ ঘন্টা অবরোধে বাজারের সড়কে যানযটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ। পরে শৈলকুপার পৌর মেয়র ও বাজার কমিটির সভাপতি কাজী আশরাফুল আজমের দেওয়া আশ্বাসে ব্যবসায়ীরা ১ঘন্টার জন্যে অবরোধ তুলে নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতে থাকে।

বাজারের ব্যবসায়ী হাসমত আলী হিরা জানান, দীর্ঘ দিনের লকডাউনের পর তারা একটু ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন। এমন আবার এক সপ্তাহের লকডাউনে তারা ক্ষতিগ্রস্থ হবেন ও লোনের কিস্তি কীভাবে দেবেন। এসব কারণে তারা লকডাউন চান না। স্বাস্থবিধি মেনে ব্যবসা করতে চান।

ব্যবসায়ীদের সড়ক অবরোধ নিয়ে ইউএনও কানিজ ফাতেমা লিজা বলেন, তিনি পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সাথে ব্যবসায়ীদের দাবি নিয়ে আলোচনায় বসেছেন।
শৈলকুপা থানা পুলিশের উপ-পরিদর্শক আমিরুজ্জামান জানান, শৈলকুপা বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *