Type to search

র‌্যাব-৬, যশোর এর অভিযানে ০১টি ওয়ানশুর্টারগান ও ০৩ রাউন্ড এ্যামুনেশন সহ ০১ জন গ্রেফতার।

যশোর

র‌্যাব-৬, যশোর এর অভিযানে ০১টি ওয়ানশুর্টারগান ও ০৩ রাউন্ড এ্যামুনেশন সহ ০১ জন গ্রেফতার।

র‌্যাব-৬, যশোর এর অভিযানে ০১টি ওয়ানশুর্টারগান ও ০৩ রাউন্ড এ্যামুনেশন সহ ০১ জন গ্রেফতার

প্রেস রিলিজ

র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

ঘটনার বিবরণঃ ইং ১৫/০১/২০২২ তারিখ ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন ০৬ নং ইউনিয়নের গোগা বাজারস্থ ডাচ্- বাংলা এজেন্ট ব্যাংকের রোকন ট্রের্ডাস এর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আভিযানিক দলটি ইং ১৫/০১/২২ খ্রিঃ রাত ০২.৫৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা আসামী ১। মোঃ আলমগীর কবির(৩৩), পিতাঃ মোঃ আইয়ুব আলী, মাতাঃ মোসাঃ নূর জাহান বেগম, সাং- গোগা, থানাঃ শার্র্শা, জেলাঃ যশোর’কে ধৃত করে। এসময় তার নিকট হতে ওয়ানশুর্টার গান-০১ টি, এ্যামুনেশন ০৩ রাউন্ড, নগদ-২০০০/- টাকা, মোবাইল ০১ টি, সিমকার্ড-০১ টিসহ জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯(অ) ধারায় মামলা রুজু করা হয়েছে।