Type to search

‘রোনালদো আমাদের নেতা’, হ্যাটট্রিকের পর বললেন রামোস

খেলাধুলা

‘রোনালদো আমাদের নেতা’, হ্যাটট্রিকের পর বললেন রামোস

‘তোমার হলো শুরু, আমার হলো সারা…”, ম্যাচ শেষে গনসালো রামোসকে ক্রিস্তিয়ানো রোনালদো এমন কিছু বলেছিলেন কি না, কে জানে! তবে ম্যাচের আগে তিনি ঠিকই উজ্জীবিত করেন রামোসদের। পর্তুগালের হ্যাটট্রিক নায়ক ম্যাচের পর বললেন, সেরা একাদশে জায়গা না পেলেও রোনালদো ছিলেন নেতার ভূমিকায়।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মঙ্গলবার সেরা একাদশে জায়গা হয়নি নিজেকে হারিয়ে খুঁজতে থাকা রোনালদোর। তাকে ছাড়া মাঠে নেমে পর্তুগাল আবির্ভুত হয় বিধ্বংসী চেহারায়। কোয়ার্টার-ফাইনালে পা রাখে তারা ৬-১ গোলের জয়ে।

শেষ পর্যন্ত রামোস আলো কেড়ে নিলেও ম্যাচের আগে বা ম্যাচ চলার সময়ও বড় এক আলোচিত প্রসঙ্গ ছিল রোনালদোর বেঞ্চে থাকা।

ম্যাচের পর রামোসের কাছেও ছুটে গেল প্রশ্ন, অন্য সব ম্যাচের মতো এ দিনও কি ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে কথা বলেছেন রোনালদো?

রামোস জানিয়ে দেন, একাদশে জায়গা না হলেও অধিনায়ক রোনালদো ছিলেন আগের ভূমিকাতেই।

“সত্যি বলতে, আমাদের দলে কেউ এটা নিয়ে (রোনালদোর বেঞ্চে থাকা) কথা বলেনি। অধিনায়ক হিসেবে রোনালদো সবসময়ের মতোই আমাদের সহায়তা করেছেন, উজ্জীবিত করেছেন, শুধু আমাকে নয়, দলের সবাইকে।”