নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার একটি পাইপ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
জানা যায়, রূপগঞ্জে হাতিমের একটি প্লাস্টিকের পাইপ ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, ফায়ার সার্ভিস বলছে, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।
অগ্নিকাণ্ডের শিকার কারখানাটির একপাশে রয়েছে ইউএস বাংলা হাসপাতাল এবং আরেক পাশে রয়েছে গাজী গ্রুপের একটি পাইপ ফ্যাক্টরি।