রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদীর) বিক্ষোভ
প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে, স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতির দায়ে স্বাস্থ্য মন্ত্রীর অপসারণ, বিচার সহ সকল দুনীতির বিচারের দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) মনিরামপুর শাখার উদ্যোগে আজ ২৫ জুলাই বিকাল ৫টায় মনিরাপুর বাজারে যশোর সাতক্ষিরা সড়কে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতা মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও জেলাসদর কমিটির সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু, উপজেলা নেতা কমরেড শেখর বিশ্বাস, কমরেড শান্তুনু বিশ্বাস, নারী নেত্রী কমরেড জাহানারা মুক্তা।
সংহতি জানিয়ে কর্মসূচীতে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা কর্মীরা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মনিরামপুর শাখার সভাপতি কমরেড আব্দুল মজিদ।
বক্তারা পাট কল বন্ধ নয় আধুনিকরনের দাবী জানান। স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতির দায়ে স্বাস্থ্য মন্ত্রীর অপসারণ, বিচার সহ সকল লুটপাট দুর্নীতির বিচারের দাবী জানায়। ২৭ জুলাই করোনা দূর্যোগ উত্তরনে গণ কমিটির আহুত ডিসি অফিসের সামনের বিক্ষোভ সফল করার আহবান জানান। অন্য দিকে নেতৃবৃন্দ ভবদহ জনপদ কে জলাভূমি করার চক্রান্ত রুখে দাড়ানর জন্য মনিরামপুরবাসীর প্রতি আহবান জানান। একই সাথে সরকারকে ভবদহের জোয়ারাধার প্রকল্প গ্রহন করে বাস্তবায়নের অনুরোধ করেন।
Attachments area
|
|