Type to search

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলো জি-সেভেন নেতারা

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলো জি-সেভেন নেতারা

আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরে জি-সেভেন সম্মেলনে মিলিত হয়েছেন বিশ্বের প্রভাবশালী সাতটি দেশের সংগঠন জি-সেভেনের শীর্ষ নেতারা। এসময় জি-সেভেন নেতারা বলেন, রাশিয়ার হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প’ ঠেকাতে ২০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন জি-সেভেন দেশগুলো।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে  ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে একটি তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা করছি আমরা। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় প্রকল্প ইতোমধ্যে হাতে নিয়েছি। গর্বের সঙ্গে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র  ২শ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করেছে।উল্লেখ্য, জি-সেভেন সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের আমন্ত্রণে এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

ঢাকারিপোর্ট২৪.কম