যশোরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি
অপরাজেয়বাংলা ডেক্স : যশোরে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্তের শংঙ্কায় দিন কাটাচ্ছে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের উচ্চবিত্তের মানুষেরা।
কঠোর বিধি-নিষেধ ও লকডাউন আরোপের পরেও সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী থাকায় সংকট আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে যশোরজুড়ে।যশোরে গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৫ হাজার ১৬১ জনে।
একই সময়ে জেলায় করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন আরো ১০ জন। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে একলাফে দাঁড়ালো ২১২ জনে।শনিবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ১৬৪ জন, ঝিকরগাছায় ২৫ জন, মনিরামপুরে ২০ জন, বাঘারপাড়ায় ৪ জন, শার্শায় ৯ জন ও চৌগাছায় ১৭ জন রয়েছেন।আমাদের সময়.কম