Type to search

যৌতুক না পেয়ে গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুনের দেবার অভিযোগ

জাতীয়

যৌতুক না পেয়ে গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুনের দেবার অভিযোগ

এমএন এ আজাদঃ  নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা চর ঘারমোড়া এলাকার ১ সন্তানের জননী গৃহবধু তাছলিমা আক্তার নিপা’র (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তার ভাই রাজিব জানায় : আমার বোনকে ৩ বছর পূর্বে আমাদের একই এলাকার আবু নাসেরের ছেলে মোঃ সজল এর সাথে ২ লক্ষ টাকা যৌতুক ঔ স্বর্নালংকার সহ দিয়ে, তার সাথে বিয়ে দেই। বিয়ের পর থেকেই ওর স্বামী,শশুর,শাশুড়ি আরো টাকার জন্য চাপ দিয়েই আসছিল, আমরা টাকা দিতে পারিনী বলে আমার বোনকে আজ বেলা অনুমান ১২ টার সময় সজল ও তার বাবা, মা, ভাই, বোন সকলে মিলে গায়ে কাঁথা পেঁচিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছে । আমার বোনের অবস্থা খুবই আশংকা জনক সে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা বার্ন ইউনিটের আই সি ইউ তে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে, আমার বোন মনে হয় বাঁচবেনা। এ ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tags: