স্বাস্থবিধি মেনে সংসদীয় আসন ৯০, যশোর -৬ কেশবপুর আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে । এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা) ১ লক্ষ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ (ধানের শীষ) পেয়েছেন ২০১২ ভোট। জাতীয় পার্টি প্রার্থী হাবিবুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ১৬৭৮ ভোট, বাতিল হয়েছে ১৩৭৪ ভোট । এ আসনে মোট ভোটার ২ লক্ষ ৩ হাজার ১৮।সকাল ৯ টা থেকে বিকেল ৫ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।সহকারী রিটার্নিং অফিসার বজলুর রহমান জানান, নির্বাচনে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন।