যশোর ১৪৩৯ ভারতীয় ফেনসিডিল সহ আটক -২
উৎপল ঘোষ.ক্রাইম রিপোর্টার :
যশোর কোতয়ালি মডেল থানাধীন ঘোপ কবরস্থান এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৪৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৬
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প সুত্রে জানা যায়, একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য যশোর জেলার কোতয়ালি মডেল থানাধীন ঘোপ কবরস্থান এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ২ ঘটিকায় যশোর জেলার কোতয়ালি মডেল থানাধীন ঘোপ কবরস্থান এসআর মটরস (রানার গ্যারেজ) এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৪৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী- ১। রাশেদুল ইসলাম @ টুটুন (৪২), পিতা-মৃত- নাসির উদ্দিন, সাং-আন্দুল বাড়িয়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-আমিরুল ইসলাম, সাং-বাকা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ ভারতীয় ফেন্সিডিল-১৪৩৯ বোতল, ০৩টি মোবাইল ফোন, ০৬ টি সিম কার্ড, প্রাইভেট কার-০১ টি, গাড়ির কাগজ পত্র-০১ সেট এবং নগদ টাকা-২১০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করে আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।