Type to search

যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির তদন্ত শুরু

জেলার সংবাদ বাংলাদেশ শিক্ষা

যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির তদন্ত শুরু

যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা চেক জালিয়াতির ঘটনা তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সকালে দুদকে লিখিত অভিযোগ দেন বোর্ড সচিব এ এম এইচ আলী আর রাজ।  দুদকের উপপরিচালক জানান, অভিযোগ পাওয়ার পর সেটি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। প্রধান কার্যালয় বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। চেক জালিয়াতির ঘটনা জানাজানির পর থেকে পলাতক প্রধান অভিযুক্ত শিক্ষা বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম।

বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন জানান, যে দুইটি প্রতিষ্ঠান টাকা আত্মসাৎ করেছে তারা বিভিন্ন মাধ্যমে টাকা ফিরিয়ে দিতে চায়। ৭ই অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের হিসাবে উঠে আসে ৯টি চেকের মাধ্যমে ২ কোটি ৫২ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের বিষয়টি। যে প্রতিষ্ঠান দুটি এই টাকা আত্মসাৎ করেছে সেগুলো হলো-ভেনাস প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং ও শাহীলাল স্টোর। সূত্র,ডিবিসি নিউজ