Type to search

যশোর র‌্যাবের অভিযানে ৪৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর

যশোর র‌্যাবের অভিযানে ৪৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি: যশোর র‌্যাবের অভিযানে ৪৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে মঙ্গল বার ইং ১৭/১১/২০২০ তারিখসকাল ০৬.৪০ ঘটিকারসময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরক্যাম্পের কোম্পানিকমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দলমাগুরা জেলার শালিখা থানাধীন শতখালী সাকিনস্থ শতখালী সিংহেশ^র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে মাগুরা যশোর হাইওয়ের পাঁকা রাস্তার উপরে জুয়েল এন্টারপ্রাইজ নামক একটি মালবাহী ট্রকের মধ্যে হইতে অভিযান পরিচালনা করে আসামী১। মোঃ কামরুল শেখ (২৩), পিতা-ইকবল শেখ, মাতা-মোসাঃ কমলা খাতুন, সাং-মাইজা মিয়ারডাঙ্গী,২। মোঃ জোবায়েদ শেখ (১৮), পিতা-মোঃ সমশের শেখ, মাতা-মোসাঃ সখিনা বেগম, সাং-ভাসানচর উচা ব্রিজ,উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদের ৪৫০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ মাগুরা জেলার শালিখা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।