যশোর র্যাবের অভিযানে মাদক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
যশোর র্যাবের অভিযানে মাদক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে বুধবার ইং ০২/১২/২০২০ তারিখ ১২.৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন বাগ আচড়া বাজারস্থ সোনালী ব্যাংক বাগ আচড়া শাখার সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবু হাসান (৪১), পিতা-মৃত রমজান আলী ২। মোঃ গোলাম রসূল (৪৫) পিতা-মৃত ফজের আলী উভয় সাং-রামভন্দ্রপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাদ্বয় কে ৭২ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।