যশোর র্যাবেরঅভিযানে করোনা ভাইরাস প্রতিরোধে ১৬ জনকে জরিমানা
করোনা ভাইরাস মোকাবেলায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত Í র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া এবং আড়বপুর এলাকায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাফিজুর হক (০১৭২০২৯৩৩৮৩) এর সহায়তায় করোনা ভাইরাস (কেভিড-১৯) প্রতিরোধ, বাজার মনিটরিং এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বকুল, জেলাঃ চুয়াডাঙ্গা, জরিমানা-৫০০/- ২। মোঃ তরিকুল, যশোর, জরিমানা-৩০০/- ৩। মোঃ জিন্না রহমান, কোতয়ালী, যশোর, জরিমানা-৫০০/- ৪। মোঃ আঃ সালাম, সিটি কলেজ রোড, যশোর, জরিমানা-৫০০/- ৫। মোঃ মুন্না, সিটি কলেজ রোড, যশোর, জরিমানা-৩০০/- ৬। মোঃ শাহিনুর, আরবপুর, যশোর, জরিমানা-১০০/- ৭। মোঃ আতাউর রহমান, কোতয়ালী, যশোর, জরিমানা-১০০/- ৮। প্রশান্ত, আরবপুর, যশোর, জরিমানা-৫০০/- ৯। মোঃ আসাদুজ্জামান, বাগেরহাট, জরিমানা-৫০০/- ১০। মোঃ শামীম, আরবপুর, যশোর, জরিমানা-৫০০/- ১১। মোঃ জামান, কোতয়ালী, যশোর, জরিমানা-৫০০/- ১২। মোঃ নজরুল ইসলাম, কোতয়ালী, যশোর, জরিমানা-৩০০/- ১৩। মোঃ অলিয়ার রহমান, যশোর, জরিমানা-২০০/- ১৪। মোঃ জাকির হোসেন, বেজপাড়া, যশোর, জরিমানা-৩,০০০/- ১৫। মোঃ হাসান, যশোর, জরিমানা-৫০০/- ১৬। মোঃ রফিক, বেজপাড়া, যশোর, জরিমানা-৫০০/- দঃ বিঃ আইন ১৮৬০ সালের ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট=৮,৮০০/- (আট হাজার আট শত) টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট অভিযানে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং আসামীদেরকে জরিমানা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
খবর প্রেস বিজ্ঞপ্তির