বৃহস্পতিবার সকালে যশোর বিমানবন্দর থেকে ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সকালে বিএস-৫৮২ নম্বর ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে যশোর ছেড়ে যায়।
পরে মন্ত্রী বলেন, এর মাধ্যমে অভ্যন্তরীণ রুটের বিস্তৃতি ঘটবে। যার মাধ্যমে দেশের অর্থনীতি নতুন একটি অংশ যোগ হয়েছে।
প্রথমবারের ফ্লাইটের অংশ হতে পেরে আনন্দিত যাত্রীরা। এই ফ্লাইটের মাধ্যমে অর্থ ও সময় অনেকাংশে বেঁচে যাবে বলে জানায় যাত্রীরা। আর ইউএস বাংলা এয়ারলাইনসে এমডি আবদুল্লাহ আল মামুন বলেন, এই ফ্লাইটের মাধ্যমে দেশে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। ভবিষ্যতে আরো ফ্লাইট বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি। পরে দুপুরে সৈয়দপুর থেকে চট্টগ্রামের ফ্লাইট উদ্বোধন করেন মন্ত্রী।সূত্র,ডিবিসি নিউজ